এতটুকু দেহে আর কতটুকু রাখি,
নিঃশেষে থেকে যায় অভিমান বাকি।
পলাশ-শিমুলে ঝড় ওঠে অবিরত,
সন্ধ্যার জানা নেই কে হারে কত।
এক ফোটা শিশিরে স্নান হয়ে এসে,
সমুদ্র সফেন টুকুও পাইনি শেষে।
খোলা পায়ে যত দূর পথ যায় বেঁকে,
ঢেউয়ে ভেসে জল ফড়িং তাই যায় এঁকে।
নাটরের বনলতা- তুমিও তেমন;
দিন শেষে ফুরালে কদম যেমন?
ততটুকু রেখো মোর যতটুকু দিলেম,
আমিও রেখেছি যতটুকু কুড়িয়ে ছিলেম।
গুরু প্রকাশ...
প্রজন্ম একুশ
বানিয়ারা সাহিত্য পরিষদ (বাসাপ)
সান নিউজ/এইচএন