ফারুক আহমাদ আরিফ
তোমার জন্য অপেক্ষা করতে করতে
এক সময় অপেক্ষায় হারিয়ে গেল
তোমার জন্য ফুল তুলতে তুলতে
ফুলেরাই উঠে আসলো মোর নীড়ে
তোমার জন্য গান গাইতে গাইতে
তাবত সুর গলায় বেড়ি পড়ালো
তোমার জন্য রাত জাগতে জাগতে
রাতেরাই চিরদিনের জন্যে ঘুমিয়ে গেল
তোমাকে উত্তাপ দিতে দিতে
আগ্নেয়গিরিয় চিরতরে নিভে গেল
তোমাকে ভালবাসতে বাসতে
হারিয়ে গেল প্রেম
তোমাকে কবিতা লিখতে লিখতে
অনন্তকালে মুছে গেল ছন্দ
তোমাকে দেখতে দেখতে
নিভে গেল চোখ
তোমার হাসি ভাসতে ভাসতে
নিয়ে আসলো বন্যা খরা
তোমার স্মৃতি হাতড়ে হাতড়ে
বেঁচে আছি অনাদি অনন্তকাল।
(রাত ১১ টা ৫৮মি. ০২-১১-১৫
ডি/৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫)