আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা।
২২ হাজার ৩৮৭ কিলোমিটার লম্বা এই রাস্তা ধরে হেঁটে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদানে আসা যাবে।
প্রতিদিন ৮ ঘণ্টা করে হাঁটলে ৫৮৭ দিন লাগবে দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়ায় পৌঁছাতে। আর ১৯৪ দিন হাঁটা লাগবে যদি কোনো বিরতি ছাড়া হাঁটা যায়। যাত্রাপথে পড়বে ১৭টি দেশ।
এটিই পৃথিবীর সবচেয়ে বড় হেঁটে চলার রাস্তা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এক্সপ্লোরার ওয়েব।
সান নিউজ/এফএইচপি