নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
পরিবারের সূত্রে জানা যায়, পুরান ঢাকার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বুলবুল চৌধুরী। ছয় মাস ধরে তাঁর জ্বর ছিল এবং শরীরের ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। তখন ক্যানসার ধরা পড়ে।
ক্যানসার তাঁর শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়েছিল। ফলে মুখ দিয়ে খেতে পারছিলেন না। কেমো নেয়ার মতো শারীরিক অবস্থাও তার ছিল না।
বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। চলতি বছর বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পান তিনি। এর আগে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।
সান নিউজ/এফএআর