ডাক দিয়েছিলে তুমি
তোলপাড় করে উঠেছিল
পুরোটা বঙ্গভূমি ।
তোমার সে ডাকে যুদ্ধে গিয়েছি
ডিঙিয়ে নদীও পাহাড়,
আমার বঙ্গে তোমার সঙ্গে
তুলনা মেলে কি কাহার?
সেই আবাহন তোলে আলোড়ন
জাগায় রক্তে দোলা।
মিছিলে হেঁটেছি যুদ্ধে গিয়েছি
যায় কি কখনো ভোলা!
আজও অমলিন সেইসব দিন
উত্তাল যত স্মৃতি
বারবার করে মনে যায়
তোমার সেই উদ্ধৃতি।
লোকারণ্য সেই রেসকোর্স মাঠে
দেখেছি তোমাকে আমি
হে বঙ্গবন্ধু, আমি তো আর কারো নয়
তোমার অনুগামী।
তোমাকে ভুলিনি তাই
আমার দুচোখে তুমি সেই
উজ্জ্বল রোশনাই ।