সান নিউজ ডেস্ক : গল্পকার, রাজনৈতিক ভাষ্যকর, প্রথাবিরোধী লেখক, কিশোর সাহিত্যিক, সমালোচক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক হুমায়ুন আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১২ আগস্ট জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৮০-এর দশক থেকে ধর্ম, মৌলবাদ, নারীবাদ, রাজনৈতিক সমালোচনামূলক বক্তব্যের জন্য পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি।
ধারণা করা হয়, ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখার কারণেই ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে যদিও তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে ৭ আগস্ট গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যাওয়ার পাঁচ দিন পর মিউনিখের নিজ ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।
১৯৪৭ সালে জন্ম নেয়া হুমায়ুন আজাদ বিক্রমপুরের রাঢ়িখালের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।
সান নিউজ/এনএম