বিনোদন ডেস্ক: এমি অ্যাওয়ার্ড ২০২১-এর মনোনয়ন তালিকা গত মঙ্গলবার (১৩ জুলাই) ঘোষণা করা হয়েছে। মনোনয়নে এগিয়ে আছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনী নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ডিজনি প্লাসের স্পেস অপেরা ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’।
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এমি অ্যাওয়ার্ড। মঙ্গলবার ছোট পর্দার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ এবং ডিজনি প্লাসের ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সর্বোচ্চ ২৪টি করে মনোনয়ন পেয়ে যৌথভাবে এগিয়ে আছে। এরপরেই আছে ডিজনি প্লাসের ‘ওয়ান্ডাভিশনের নাম।
একাধিক মনোনয়ন পেয়েছে এইচবিও ম্যাক্সের ‘লাভ ক্রাফট কান্ট্রি’, আমাজনের ‘দ্য বয়েজ’, নেটফ্লিক্সের ‘দ্য কুইনস গ্যামবিট’, এনবিসির ‘দিস ইজ আস’ এবং হুলুর ‘দ্য হ্যান্ডমেড টেল’।
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ১৩০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে এইচবিও এবং এইচবিও ম্যাক্স। ১২৯টি মনোনয়ন পেয়ে এরপরেই আছে নেটফ্লিক্স। ৭১টি মনোনয়ন পেয়ে তৃতীয় স্থানে আছে ডিজনি প্লাস। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এমি অ্যাওয়ার্ড ২০২১। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চেডরিক।
সান নিউজ/এমএম