সাংস্কৃতিক প্রতিবেদক: প্রকাশিত হলো গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক তপন কুমার বিশ্বাসের 'তৃতীয় নেত্রে অনুভব' গ্রন্থ। লেখকের বিভিন্ন সময়ের লেখা দশটি প্রবন্ধ সমৃদ্ধ এই বইটি প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও বাংলা একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী। স্বাগত বক্তব্য দেন সৃজনী প্রকাশনীর প্রকাশক মো. মশিউর রহমান।
গ্রন্থ সম্পর্কে অতিথিরা বলেন, প্রবন্ধ ভিত্তিক এই বইয়ের বিন্যাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর প্রথমেই যেমন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা হয়েছে, তেমনি লেখা আছে রবীন্দ্রনাথের উপরও। বইটি পাঠে বোঝা যায়, লেখকের ভেতর একটি দার্শনিক বোধ কাজ করে। আমরা আশা করবো তিনি আমাদের আরও নতুন কিছু লেখা উপহার দেবেন।
বইটি নিয়ে লেখক তপন কুমার বিশ্বাস বলেন, চাকরি জীবনের বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে নিজে কিছু লিখতাম। পরে গণগ্রন্থাগার অধিদপ্তরের আসার পর বিভিন্ন কবি-সাহিত্যিকদের সঙ্গে আলাপ হয় এবং তারা লেখাগুলো প্রকাশে উৎসাহ দেয়। সেখান থেকেই লেখাগুলো নিয়ে বইটি প্রকাশ করা হয়। এর মূল্য ২৫০ টাকা রাখা হয়েছে।
সভাপতির বক্তব্যে মো. আবুবকর সিদ্দিক বলেন, চোখ দিয়ে শুধু দেখলেই হবে না, বরং আমাদের তৃতীয় নয়ন দিয়ে তা অনুভব করতে হবে। তবেই আমরা সমাজ বাস্তবতা বুঝতে পারবো এবং তা পরিবর্তনে ভূমিকা রাখতে পারবো।
সান নিউজ/এইচএস/এসএস