থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা’গোলাপজান’।বৃহস্পতিবার (৯জানুয়ারী)সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছে সারা জাগানো নাটক ‘গোলাপজান’র ১৪০তম প্রদর্শনী। এর মাধ্যমে নতুন বছরে প্রথম মঞ্চে উঠছে নাট্যদলটি।
মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানোর অশ্বারোহন’অবলম্বেনে এর নাট্যরুপ ও নির্দেশনা দেন প্রয়াত নাট্যব্যত্তিত্ব এস এম সোলায়মান। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রোকেয়া রফিক বেবী।
গোলাপজান হলো আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় কাহিনী। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি। আর একজন শ্রমজীবি নারীর ধনবাদী সমাজ ব্যবস্থায় সংগ্রামী হয়ে ওঠার কাহিনী‘গোলাপজান’।