নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব করোনা পরিস্থিতিতে বেসামাল বিশ্ব। দেশেও এর প্রভাব পড়েছে। আর এই করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
রবিবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ প্রস্তাব দেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলা তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।
এখন কেবল তাদের অনুমতির অপেক্ষা। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই বসুন্ধরা তাদের হাসপাতাল প্রস্তুতির কাজ শুরু করবে।
এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে গরিবদের মধ্যে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন বলে জানা গেছে।
সান নিউজ/সালি