প্রতিবছরই ফ্যাশনে নতুন নতুন ট্রেন্ড চালু হয় আমাদের ফ্যাশান ইন্ড্রাস্টিতে। পুরোনো ফ্যাশন বিদায় নেয় আর নতুন ফ্যাশনের টেন্ড যুক্ত হয়। আর আমরা সব সময় আমাদের প্রিয় তারকাদের ফ্যাশন ট্রেন্ড দেখে অনুপ্রাণীত হই। তারা কিভাবে সাজছেন ,কোন ধরনের পোশাক পরছেন সবকিছুই আমাদের ফ্যাশন ট্রেন্ডকে প্রভাবিত করে এবং আমরা অনুপ্রাণিত হই। । ২০২০ সালের ফ্যাশন কেমন হতে পারে!
সমাতনী সাজ,আমাদের নারী সৌন্দর্যকে পরিপূর্ণভাবে প্রকাশিত করে। লাল-মেরুন রঙা শাড়ি,সোনালি আই মেকআপ,আর ঠোঁটে লাল টুকটুকে লিপ্সটিক। আর সাথে থাকে ট্রেডিশনাল গয়না । এই সাজেই নিজেকে সাজিয়ে ঢালিউডের অভিনেত্রী পূর্ণিমা এবং বলিউডের কাজল ফ্যাশন প্রেমীদের মনে করিয়ে দিয়েছেন ঘুরে ফিরে আমরা পুরাতন ট্রেন্ডেই নিজেদের সাজাই।
বর্তমানে ওয়েস্টার্ন পোশাক মেয়েদের পছন্দের তালিকায় প্রথম । দিন দিন ওয়েস্টার্ন পোশাকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে । তই এবারও ওয়েস্টার্ন পোশাক এর ডিজাইন,কাটিং এবং রং এর মধ্য র্পাথক্য দেখা যাবে। আলিয়া এবং দীপিকারাও ২০২০ সালে ইতোমধ্যে নিজেদের নতুন ফ্যাশন ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন তাদের পোশাকে।
ফ্যাশনে এখন আর পুরুষরাও পিছিয়ে নেই। একটু ফ্যান্সি পোশাক যারা পছন্দ করেন তারা প্রথা ভেঙ্গে নতুন ফেব্রিক দিয়ে পোশাক বানিয়ে নিতে পারেন। আর তারেই ধারাবাহিকতায় রনবীর সিং তার ফ্যাশনে নতুন ভাবনার বিস্তার ঘটিয়েছেন।
তবে ২০২০ সাল মাত্র শুরু হলো। ফ্যাশন এর ট্রেন্ড যেটাই হোক না কেন,আপনার ব্যক্তিত্বের সাথে যে পোশাক মানায় সেটাই পরতে হবে। আর যেকোন পোশাক পরার আগে পরিবেশ চিন্তা করুন। এবং নিজের আলাদা ফ্যাশান ট্রেন্ড নিজেই তৈরি করুন।