সান নিউজ ডেস্ক
তাইওয়ানের পার্বত্য এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে দেশটির সামরিক চিফ অব স্টাফ শেন ই-মিংসহ আরও শীর্ষ কর্মকর্তরা ছিলেন। তাদের উদ্ধারে কাজ করছে তাইওয়ানের উদ্ধার কর্মীরা।
বৃহস্পতিবার দেশটির একটি পাহাড়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এর পর থেকেই সেনাপ্রধানসহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, হেলিকপ্টারে সেনা প্রধান ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। বিমানটি জরুরি অবতরণ করার পর থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারে ১৩ জন আরোহী ছিল। অজ্ঞাত কারণে হেলিকপ্টারটি রাজধানী তাইপেইর কাছে পাহাড়ি এলাকায় অবতরণ করতে বাধ্য হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি রুটিনমাফিক মিশনের অংশ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টি থেকে উড্ডয়ন করে। লুনার নিউ ইয়ার উপলক্ষে ওই অঞ্চলে সেনা সদস্যদের দেখতে যাচ্ছিল সেনা প্রধানসহ দলটি।