আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়ে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত
বুধবার (২০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।
আরও পড়ুন : লেবাননে শান্তিরক্ষা ঘাঁটিতে হামলা
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ ঘটনার পরই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনসুলার অ্যাফেয়ার্স জানায়, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমান হামলার সাইরেন বাজার পর তাৎক্ষণিক ভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস।
সান নিউজ/এমআর