সারাদেশ
করোনা পরিস্থিতি

স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচাকেনা

সান নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে ঈদকে সামনে রেখে খুলে দেয়া হয়েছে দোকানপাট ও শপিং মল। কিন্তু খুলনা ছাড়া সব বিভাগীয় শহরে শপিং মল ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। তবে নারায়ণগঞ্জ,মুন্সীগঞ্জ ও পঞ্চগড়সহ অনেক জেলাতেই খুলেছে দোকানপাট ও শপিং মল। সেখানে কিছু কিছু দোকানে মানলেও অধিকাংশ দোকানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনেই চলছে বেচাকেনা। এতে বেড়ে গেছে করোনা সংক্রমণের ঝুঁকি।

দেশের সবচেয়ে বেশি করোনা ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ। সেখানে খুলেছে বেশিরভাগ মার্কেট ও বিপণি বিতান। নগরীর চাষাড়া, ডিআইটি, কালিরবাজারসহ বিভিন্ন এলাকার বিপণি বিতানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে অধিকাংশ বিপণি বিতানে মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। দোকানগুলোর সামনে নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।

এদিকে মার্কেট খোলা থাকায় সকাল থেকেই নগরীর সড়কগুলোতে বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা। অভিভাবকদের সঙ্গে অনেক শিশুকেও রাস্তায় দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে গতকাল (১০ মে) ব্যবসায়ী নেতারা শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও অনেকেই খুলেছে দোকানপাট। সকাল থেকে যানজটের নগরীতে পরিণত হয়েছে রংপুর। যারাই বিপণিবিতান খুলেছেন ডেটল মিশ্রিত পানি দিয়ে স্প্রে করা ছাড়া আর কোনও সুরক্ষা ব্যবস্থা দেখা যায়নি। শারীরিক দূরত্ব না মেনেই চলছে বিকিকিনি।

যারা শপিং করতে বের হচ্ছেন তারা জানান, খুব প্রয়োজন বলেই বের হয়েছেন। তবে কেন এত বেশি প্রয়োজন এর সদুত্তর দিতে পারেননি অধিকাংশই।

ব্যবসায়ীরা জানান, 'দীর্ঘদিন পর দোকান খুলেছি। এরিমধ্যে আমরা অনেক লসে আছি। বাধ্য হয়ে দোকান খুলতে হয়েছে। চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে দোকান চালাতে।'

নারায়ণগঞ্জের পাশের জেলা মুন্সীগঞ্জ। সেখানে এরিমধ্যে প্রায় ৫শ' মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে করোনা ছড়িয়েছে মুন্সীগঞ্জে। সেখানেও খুলেছে বিপণি বিতান। সেখানেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে সব ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।

পঞ্চগড়ে শপিং মল ও মার্কেটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষকে ভিড় ঠেলে শপিং করতে দেখা গেছে। এত লোক সমাগম হয়েছে বিপণি বিতানগুলোয় যে স্বাস্থ্যবিধি মানার মতো পরিস্থিতি ছিল না সেখানে।

একই চিত্র দেশের অধিকাংশ জেলার মার্কেট ও শপিং মলে। মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নির্দেশনা। চিকিৎসকরা জানান, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘ...

মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন...

রক্তদানের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা

মাহিদুল হোসেন সানি: রাজধানীর কামর...

শহীদ মিনারে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: ২১ শে ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের শ্রদ্...

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

৬০২ ফিলিস্তিনি মুক্তি আজ

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় আজ আর...

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন...

রাতে বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , সারা...

চরমপন্থি দলের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা