সান নিউজ ডেস্ক:
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালী জাতির ইতিহাসে এই দিনটি ৪৯তম জাতীয় দিবসও। বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন আজ।
আর দেশের এমন একটা দিনে বিশেষ ডুডল তৈরি করে সম্মান জানালো Google। বাঙালির আবেগের এ দিবসকে গুরুত্ব দিয়ে তাদের হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে Google।
ডুডলে দেখা যায়, লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফুটে থাকা শাপলা ফুলের অসাধারণ দৃশ্য। ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল।
গুগলের পেজে বাংলাদেশের জাতীয় পতাকার প্রশংসা করে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয়েছে।
এর আগে ২০১৩ সালে প্রথমবারের মতো স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।
সান নিউজ/সালি