আন্তর্জাতিক ডেস্ক:
সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে ভারতীয় সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা। এর মধ্য দিয়ে ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংসদে অনুমোদনের পর প্রথম কোনো রাজ্য এ আইনকে চ্যালেঞ্জ করল।
১৪ জানুয়ারি মঙ্গলবার কেরালার রাজ্য সরকারের বরাত দিয়ে এ সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
অবশ্য এর আগেই সুপ্রিমকোর্টে এ আইনকে চ্যালেঞ্জ করে ৬০টিরও বেশি পিটিশন দাখিল করা হয়।
কেরালার বাম শাসিত রাজ্য সরকার তাদের পিটিশনে জানায়, সংশোধিত নাগরিক আইন ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারার লঙ্ঘন। একইসঙ্গে সংবিধানের ভিত্তি ‘ধর্মনিরপেক্ষতা’ মৌলিক নীতির বিরোধী। পাশাপাশি পিটিশনে কেরালার সরকার ২০১৫ সালের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম অভিবাসীদের ভারতে অবস্থানের বিষয়ে শিথিলতার বিষয়েও চ্যালেঞ্জ করছে।
গত ১২ ডিসেম্বর ভারতীয় লোকসভায় সদস্যদের অনুমোদনের পর আইনে পরিণত হয় সংশোধিত নাগরিকত্ব আইন।
এ আইন অনুয়ায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনসহ অমুসলিম অভিবাসীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে।
এর পরই সারা ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠে। রাজনৈতিক অস্থিরতায় তোপের মুখে পড়ে মোদি সরকার। বিভিন্ন রাজ্যে দাঙ্গা-হাঙ্গামায় এ পর্যন্ত মারা যায় প্রায় ২৩ জন।
সান নিউজ/সালি