নিজস্ব প্রতিবেদক:
সারা বিশ্বে সর্বাধিক কথিত ১০০ ভাষার মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। এ ছাড়াও এ তালিকায় রয়েছে প্রমিত বাংলা ভাষাও।
সম্প্রতি তথ্য উপস্থাপনকারী ওয়েবসাইট ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত এক প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রবন্ধে বলা হয়, সর্বাধিক কথ্য ১০০ ভাষার তালিকায় ২৬ কোটি ৫০ লাখ ভাষাভাষী নিয়ে প্রমিত বাংলা ভাষার অবস্থান তালিকার ৭ নম্বরে। এছাড়া ১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক চাটগাঁইয়া ভাষা অবস্থান করে নিয়েছে ৮৮ নম্বরে। আর ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষার অবস্থান তালিকার ৯৭ নম্বরে।
বিশ্বে বর্তমানে প্রচলিত ভাষাগুলোকে নিয়ে পরিসংখ্যান প্রকাশকারী বার্ষিকী ‘ইথোনোলগ’এর ২২তম সংস্করণের ওপর ভিত্তি করে ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ প্রবন্ধটি রচনা করে। ‘ইথোনোলগ’ এর প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন দেশে ৭ হাজার ১১১ ভাষা প্রচলিত রয়েছে।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তালিকায় বাংলার অবস্থান সপ্তম। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ২৬ কোটি ৫০ লাখ মানুষ ভাষাটিতে কথা বলে থাকে। এরপরই রয়েছে রাশিয়ান ও পর্তুগিজ ভাষা।
শতাধিক কোটি ভাষাভাষী নিয়ে স্বাভাবিকভাবেই ইংরেজি বিশ্বের সবচেয়ে বেশি কথ্যভাষা হিসেবে তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ এই ভাষায় কথা বলে। ইংরেজি বাদে প্রথম পাঁচটি ভাষার মধ্যে রয়েছে মান্দারিন, হিন্দি, স্প্যানিশ এবং ফরাসি। তালিকায় উর্দুর অবস্থান ১১তম।
প্রবন্ধটির তথ্য অনুযায়ী, ইংরেজি ভাষাভাষীদের মধ্যে ৬৬ শতাংশ মানুষ এটি দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছে। অপর দিকে ১৭ শতাংশ মান্দারিন ভাষাভাষীর কাছে এটি দ্বিতীয় ভাষা।
৪৬ কোটি ভাষাভাষী নিয়ে শীর্ষের দিকে অবস্থান স্প্যানিশ ভাষা। ইউরোপ ছাড়াও ভাষাটি ল্যাতিন আমেরিকায় বহুল ব্যবহৃত।
সান নিউজ/সালি