ইন্টারন্যাশনাল ডেস্ক:
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গত দুইদিনে সিঙ্গাপুরে আক্রান্ত হয়েছে শতাধিক বাংলাদেশি। গত মঙ্গল ও বুধবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৮ জন। যাদের মধ্যে ১০২ জনই বাংলাদেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার পর মঙ্গলবার ৭৫ জন এবং বুধবার ২৭ জন বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই হোস্টেলে থাকতেন।
যেসব হোস্টেলে বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে- সানগেই তেনগাহ লজ, কোচরেন লজ ১, ওয়েস্টলিট তোহ গুয়ান, ট্যামপানিস ডরমেটরি, এস১১ ডরমেটরি এবং তোহ গুয়ান ডরমেটরি।
নতুন রোগীসহ সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৬২৩ জন। বাংলাদেশি ছাড়াও এদের মধ্যে রয়েছেন ভারতসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
প্রথমেদিকে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়।এদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর সংকটাপন্ন অপরজন এখনও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।