শিক্ষা
করোনাভাইরাস

সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের কোচিং বন্ধের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বন্ধ থাকবে। মঙ্গলবার এমনিতেই ছুটি, পরদিন থেকে ৩১ মার্চ পর্যন্ত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের হোস্টেল বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি বা রোজার ছুটি রয়েছে। প্রয়োজনে সেই ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। ছুটির সময়ে সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে।’

কোচিং বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছি, সেখানে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী প্রতিদিন কোচিংয়ে থাকে—এটাকে আমরা অ্যালাউ করছি না, সে ক্ষেত্রে অবশ্যই কোচিং বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছি না মানে বাসায় (কোচিং) থাকছি। এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কোচিং অবশ্যই বন্ধ থাকবে।’

দীপু মনি বলেন, ‘শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাবো, শিক্ষার্থীদের বাড়িতে থাকা অবশ্যই নিশ্চিত করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তার মানে এই নয় যে, সবাই তারা ঘুরে বেড়াবে, তা নয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে করোনা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য। তাই অভিভাবকরা যেন নিশ্চিত করেন, শিক্ষার্থীরা যার যার বাড়িতে থাকবেন। শিক্ষার্থীসহ পরিবারের সবাই প্রতিরোধমূলক ব্যবস্থা যা রয়েছে তা নেবেন। শিক্ষার্থীরা বাড়িতে থাকবে, সে ব্যাপারটি নিশ্চিত করতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজেই এটি সবারই খেয়াল রাখতে হবে।’

এইচএসসি পরীক্ষার বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে এ সময় জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এরকম একটি জনস্বাস্থ্যমূলক বিষয় থাকে, তাই যখন যে পরিস্থিতি, তখনকার সেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। এখনও সে সিদ্ধান্ত আমরা নেইনি। আমরা বারবারই বলেছি, সতর্কতামূলক, প্রতিরোধমূলক আমাদের যা কিছু প্রয়োজন হবে, সেই সিদ্ধান্ত নেবো। আবার আগ বাড়িয়ে যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, সেই সিদ্ধান্ত আমরা নিতে যাবো না।’

শিশু আক্রান্তের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত আগে নিয়েছি। আইইডিসিআর পরে ব্রিফ করেছে। সারা পৃথিবীর চিত্র দেখেন—শিশুদের মধ্যে সংক্রমণের হার কম, মৃত্যুর হার আরও কম।’

ই-লার্নিংয়ের ব্যবস্থা রাখা হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা বাড়িতে বসেই অনলাইনের সহায়তায় নিজেদের লেখাপড়া চালিয়ে নিতে পারবে।’

এদিকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আগামী ১৭ মার্চের সব কর্মসূচি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা ভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিতে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সব কর্মসূচি বাতিল করা হয়।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদফতর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেয়।

নির্দেশনা অনুযায়ী সরকারি স্কুলে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, সমাবেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি পাঠ, কেক কাটা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগামী ১৭ মার্চের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।’

সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন চেয়েছেন মানুষের কল্যাণ। কোনও মানুষ যাতে কষ্ট না পায় তাই চেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই করোনা ভাইরাসে আক্রান্ত না হয়ে শিশুরা যাতে নিরাপদ থাকতে পারে, সেজন্যই সব কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘ...

মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন...

রক্তদানের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা

মাহিদুল হোসেন সানি: রাজধানীর কামর...

শহীদ মিনারে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: ২১ শে ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের শ্রদ্...

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি:

৬০২ ফিলিস্তিনি মুক্তি আজ

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় আজ আর...

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন...

রাতে বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , সারা...

চরমপন্থি দলের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গো...

সীমান্তে নির্মাণে যৌথ পরিদর্শন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ৪ দিনব্যাপী (১৭-২০ ফেব্রুয়ারি) বিজিবি-বিএস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা