অস্ত্রহাতে ভাষণে কাসেম সোলাইমানির কন্যা জয়নাব সোলাইমানি বলেছেন, ’আল্লাহর কসম’ মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব।
শুক্রবার (১০ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যম পার্সটুড জানায়, বাবা সোলাইমানির জন্মস্থান কেরমানে জুমার নামাজের খুতবার আগে দেয়া ভাষণে এসব কথা বলেন জয়নাব।
পার্সটুড জানায়, ইরানে জুমার নামাজে ভাষণ ও খুতবার সময় পাশে একটি রাইফেল রাখেন সোলাইমানির কন্যা। বক্তব্য দেয়ার সময় খতিব নিজেও রাইফেলটি এক হাত দিয়ে ধরে রাখেন। প্রথা অনুযায়ী জয়নাবও তার ভাষণের সময় বাম হাতে অস্ত্র ধরে ছিলেন। বাবার প্রতি কোটি কোটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করায় তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়নাব। ভিড়ের চাপে পদদলিত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি। ভাষণে সোলাইমানির কন্যা জয়নাব প্রতিশোধ অব্যাহত রাখার ঘোষণা দেন।
এর আগে গত ৩ জানুয়ারি সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। প্রতিশোধ হিসেবে বুধবার (৮ জানুয়ারি) সকালে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরমাণু অস্ত্র পরিত্যাগে শর্তে শান্তি আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র। তাদের প্রস্তাব নাকচ করে দিয়ে জাতিসংঘে পাল্টা চিঠি দেয় ইরান।