নিজস্ব প্রতিবেদক:
যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন, এমন নিম্ন আয়ের মানুষদের আলাদা তালিকা করে সংশ্লিষ্টদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে ৬৪ জেলার ডিসিদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, 'মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে করোনাভাইরাসের কারণে যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছেন, সে সকল কর্মহীন লোক (যেমন-রাস্তায় ভাসমান মানুষ, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি, ভিক্ষুক, ভবঘুরে, দিন মজুর, রিকশাচালক, ভ্যান গাড়ি চালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা শ্রমিক, চায়ের দোকানদার) যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালান তাদের তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণের নির্দেশনা দিয়েছেন।