সান নিউজ ডেস্ক :
করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জকে পুরোপুরি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বিয়ে করে চাকরি হারিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির।
বৃহস্পতিবার চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শাহিনকে বরখাস্ত করে সেই আদেশ আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শককে পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, “… শাহিন কবির দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিবাহের নিমিত্তে অধিক জনসমাগম করেছেন।
“উক্ত কার্যক্রম আইন ও সরকারি চাকরিবিধির পরিপন্থি বিধায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা- ২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল।”
আদেশে জানানো হয় বরখাস্ত থাকা অবস্থায় শাহিন নিয়ম অনুযায়ী খোরপোষভাতা পাবেন।