ক্রীড়া প্রতিবেদক:
একটি চার দলীয় সিরিজ খেলতে আজ ভারতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ছাড়া এই সিরিজে অন্য তিন দল হলো ভারত 'এ', ভারত 'বি' ও থাইল্যান্ড।
দুপুর সাড়ে ৩টায় রাজধানী ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয় তারা। বিহারের পাটনায় একটি চার দলীয় সিরিজ খেলবেন সালমা-জাহানারারা।
এই সিরিজের জন্য সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নেই দলের সেরা অলরাউন্ডার রোমানা আহমেদের নাম। মূলত ইনজুরির কারণে তাকে বাদ দিয়ে জাতীয় দল ঘোষণা করা হয়।
হাঁটুর ইনজুরির কারণে গত বছর সাউথ এশিয়ান গেমসে খেলতে পারেননি রোমানা। একই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও তাকে পায়নি বাংলাদেশ নারী দল। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবারও তার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক এ সিরিজটি ১৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ জানুয়ারি। রাউন্ড রবিন লিগে একে অপরের মুখোমুখি হবে সবকয়টি দল। সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।
সালমা খাতুনের নেতৃত্বে এ সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দল
সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান শুকতারা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া ও সোবহানা মোস্তারি।
চার দলীয় সিরিজে বাংলাদেশের খেলার সূচি
১৬ জানুয়ারি - বাংলাদেশ বনাম ভারত 'এ', সকাল ১০টা
১৮ জানুয়ারি - বাংলাদেশ বনাম ভারত 'বি', সকাল ১০টা
২০ জানুয়ারি - বাংলাদেশ বনাম থাইল্যান্ড, সকাল ১০টা
সান নিউজ/সালি