নিজস্ব প্রতিবেদক:
গত (২৩ মার্চ) সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির লাশ দাফন করতে নিয়ে যাওয়া হয় খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে। কিন্তু এলাকাবাসীর প্রতিবাদের মুখে ওই ব্যক্তির মৃতদেহ কবরস্থানটিতে দাফন করা যায়নি। পরে পুলিশের মধ্যস্থতায় তাকে অন্য আরেকটি কবরস্থানে দাফন করা হয়।
কিন্তু এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও পরবর্তীেতে ঢাকায় নভেল করোনাভাইরাসে মৃত একজনকে খিলগাঁওয়ের তালতলা কবরাস্থানে দাফন করা হয়েছে।
এই ভাইরাসে আক্রান্ত হয় মারা যাওয়া সর্বশেষ ব্যক্তিকে বুধবার (২৫ মার্চ) ওই কবরস্থানে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা তাজিনা সারোয়ার।
তিনি বলেন, “একটু আগেই দাফন সম্পন্ন হয়েছে। এলাকাবাসীকে বুঝিয়ে আমরা দাফনের ব্যবস্থা করেছি।”
বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত পাঁচজনের মধ্যে চারজনের দাফন হয়েছে। প্রথম মৃত ব্যক্তিকে দাফন করা হয় আজিমপুরে কবরস্থানে। এরপর মৃত আরও দুইজনকে তালতলায় দাফন করতে গেলে এলাকাবাসীর বাধায় সম্ভব হয়নি। পরে তাদেরকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
তবে বাকি অন্যজনকে কোথায় দাফন করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি সিটি করপোরেশনের কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার দুই সিটি করপোরেশনই গণমাধ্যমকে জানিয়েছিল যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ মারা গেলে তাকে খিলগাঁও-এর তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
কিন্তু এলাকাবাসীর বাধা সত্ত্বেও বুধবার (২৫ মার্চ) দুই সিটি করপোরেশন, স্বাস্থ্য সচিব ও স্থানীয় সরকার সচিবের বৈঠকে আবারও সিদ্ধান্ত নেয়া হয় যে তালতলা কবরস্থানেই করোনায় মৃত ব্যক্তিকে দাফন করা হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন।
তিনি জানান, জনসাধারণকে বুঝিয়ে হোক বা যেভাবেই হোক ওখানেই মরদেহগুলো দাফনের আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।