আগামীকাল রবিবার (১২ জানুয়ারি) তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরেমনি’সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রবিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওনা দেবেন।
শেখ হাসিনা আগামী সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ এবং ১২টায় ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সেরেমনি’তে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তার হোটেলে এনভয়ে’স কনফারেন্সে যোগ দেবেন।
পরদিন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএই-এর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে দেখা করবেন। বিকাল সাড়ে ৫টায় তিনি এডিএনইসিতে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’-এর ওপর একটি সাক্ষাৎকার অধিবেশনে যোগ দেবেন।
তিন দিনের এ সফর শেষে আগামী ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
বাসস