ইন্টরান্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রে দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস নামে পরিচিত কেভিন-১৯। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪ জনে। গত ১২ ঘণ্টায় মারা গেছে ৬২৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জন।
করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। সেখানে এরই মধ্যে মারা গেছে দেড় হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি আশঙ্কা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে করোনায় দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে। গত ২৯ মার্চ সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন শীর্ষক টক শোতে এমন আশঙ্কার কথা জানান তিনি। আক্রান্ত হতে পারে ১০ লাখেরও বেশি মানুষ।
৩১ মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামনে অত্যন্ত বেদনাদায়ক সপ্তাহ আসছে। আসন্ন দুইটি সপ্তাহ হতে যাচ্ছে খুব, খুবই বেদনাদায়ক। এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।