ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও গতকাল মঙ্গলবার আবারও বেড়েছে তা। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু হয়েছে দ্বিগুন। গতকাল মারা গেছে ১ হাজার ৮৯৪ জন।
এর আগের দুই দিন এ সংখ্যাটা হাজারের নিচে নেমে আসে। আগের দিন সোমাবার (১২ মে) এ সংখ্যা ছিলো ৮৩০ জন। রোববার (১১ মে) প্রাণহাণি হয় ৭৭৬ জনের। হঠাৎ করে গতকাল মৃত্যু সংখ্যা দ্বিগুনেরও বেশি হয়ে যায়।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখন সবার উপরে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৮৩ হাজার ৪২৫ জন। আক্রান্ত হয়েছে ১৪ লাখেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। সেখানে মারা গেছে ২৭ হাজার ১৭৫ জন। আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ। এর পরই রয়েছে নিউ জার্সি। এই রাজ্যে মারা গেছে ৯ হাজার ৫৪১ জন। আক্রান্ত ১ লাখ ৪২ হাজারেরও বেশি।