সুনামগঞ্জ প্রতিনিধি:
৭ বছরের এক শিশু অপহরনের পর মুক্তিপন না দেয়ায় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুনামগঞ্জের তাহিরপুরে রোমহর্ষক এই ঘটনা ঘটে। শনিবার সকাল নয়টায় বাশতলা গ্রামে একটি বাড়ি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ । শিশুটির নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বাশতলা গ্রামের জোবায়েল মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শিশুর স্বজনরা জানান, বুধবার রাতে গ্রামের মাঠে ওয়াজ মাহ্ফিল ছিলো। বিকালে শিশু তোফাজ্জল ওয়াজ মাহ্ফিলের মাঠে যায়। এরপর গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করে না পাওয়ায় বৃহস্পতিবার সকালে থানায় সাধারন ডায়েরি করা হয়। শুক্রবার ভোর রাতে বাড়ির বসতঘরে তোফাজ্জলের একজোড়া জুতা ও একটি চিঠি পায় তারা।
চিঠিতে লেখা ছিলো- তোমাদের ছেলে ভালো আছে, টেকেরঘাটে আমার বন্ধুর বাড়িতে তাকে রেখে এসেছি। ৮০ হাজার টাকা দিলে তাকে ফিরিয়ে দেয়া হবে। বাড়ির গোয়াল ঘরে রাত ৪ টায় টাকা নিয়ে থাকবে। এভাবে ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার থেকে শিশুটির পিতা জোবায়েল মিয়া ও তার সজ্বনদের কাছে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে ও হুমকি দিতে থাকে তারা।
শুক্রবার রাত থেকে ছেলেটির চাচা মাওলানা সালমান হোসেন টাকা নিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু রাত সাড়ে ৪টা পর্যন্ত না আসায় সালমান নামাজ আদায় করার জন্য ওযু করতে যায়। এ সময় সন্দেহবশত গোয়ালঘরের গিয়ে দেখতে পান বস্তাভর্তি তোফাজ্জলের লাশ।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় প্রতিবেশি তোফাজ্জলের ফুফা সেজাউল কবির ও তার বাবা কালা মিয়াকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।