নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীতে নির্মিত মহাখালী ডিএনসিসি মার্কেটটি হাসপাতালে রূপান্তর করা হচ্ছে। মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা হবে এখানে।
তিন হাজার শয্যার এই হাসপাতালের কাজ শিগগিরই শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। চার সপ্তারের মধ্যে ডিএনসিসি মার্কেটটি হাসপাতালে রূপান্তর করা হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান সাংবাদিকদের জানান, মহাখালীতে ডিএনসিসির মার্কেটটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সেখানে প্রায় তিন হাজার রোগী রাখা যাবে।
২০১৩ সালে ৭০ কোটি টাকা ব্যয়ে মহাখালী ডিএনসিসি মার্কেটটি নির্মাণ হলেও চালু করা হয়নি এখনও। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে স্থানান্তরের উদ্দেশ্যে এ মার্কেটটি নির্মাণ করা হয়। তবে কয়েক দফা বিজ্ঞপ্তি দিয়েও পাওয়া যায়নি দোকান বরাদ্দের উল্লেখযোগ্য আবেদন।
এই মার্কেট ছাড়াও করোনা আক্রান্তদের জন্য কুর্মিটোলা হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ২০০ ভেন্টিলেশন ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে আজ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে কোভিড-১৯ করোনাভাইরাসের রোগীদের হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।
সান নিউজ/সালি