যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে পাস হয়েছে ব্রেক্সিট বিল। এর ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার (ব্রেক্সিট) পথে বড় বাধা পার করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার হাউজ অব কমন্সে ৩৩০-২৩১ ভোটে পাস হয় বিলটি। বিলের পক্ষে ভোট দিতে প্রধানমন্ত্রী পার্লামেন্টে উপস্থিত থাকলেও কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী বরিস জনসন।
নতুন মেয়াদে ক্ষমতাসীন হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার গত ২০ ডিসেম্বর পার্লামেন্টে ইইউ প্রত্যাহার চুক্তি বিল ‘দ্য ইইউ উইথড্রয়ল অ্যাগ্রিমেন্ট বিল’ উত্থাপন করে। কয়েক সপ্তাহ বিতর্কের পর অবশেষে অনুমোদন পেলো বিলটি। নিম্নকক্ষে অনুমোদনের পর এবার উচ্চকক্ষে তোলা হবে বিলটি। সোমবার উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে পাস হলে আইনে পরিণত হবে বিচ্ছেদ বিল। ২০১৬ সালে এক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দেয় যুক্তরাজ্যের ভোটাররা। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে কয়েক দফায় তৈরি হয় ব্রেক্সিট চুক্তি। তবে গত বছর কয়েক দফায় চেষ্টা করেও ব্রিটিশ পার্লামেন্টে এসব চুক্তি অনুমোদন করাতে ব্যর্থ হয় ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার। ফলে গত ১২ ডিসেম্বর দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্টিত হয়। ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় আবারও ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি।