দিনাজপুর প্রতিনিধি:
আলমারি, ব্যাগে, বিছানার নিচে মিললো বিভিন্ন প্রকল্প থেকে নেয়া সরকারী এক কর্মকর্তার প্রায় দুই কোটি টাকা। দিনাজপুরের পার্বতীপুরের উপজেলা প্রকল্প কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে এই টাকা ।
দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান সান নিউজকে বলেন, “তাজুল ইসলামের সরকারি বাড়িতে এসব টাকা ব্যা্গ, আলমারি, বিছানার নিচসহ বিভিন্ন স্থানে গচ্ছিত ছিল।” দুদকের হটলাইনে জানানো অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয় বলে জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আশিকুরের নেতৃত্বে অভিযান চালিয়ে এ অর্থ জব্দ করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
আশিকুর রহমান জানান, “তাজুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট এক কোটি ৮৫ লাখ।এসব টাকার বৈধ কোনো উৎস সম্পর্কে কিছু বলতে পারছেন না প্রকল্প কর্মকর্তা । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সান নিউজ/ এমইপি