তেহরানের কাছে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের বিমানটি ভূপাতিত করার কথা অবশেষে স্বীকার করেছে ইরান। শনিবার (১১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের কাছাকাছি চলে যাওয়ায় ভুলবশত বিমানটি ভূপাতিত করা হয়। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গত বুধবার তেহরানে যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতই বিধ্বস্ত হয়েছে বিমানটি।
তখন ইরানের কর্মকর্তারা তা মিথ্যা বলে উড়িয়ে দিয়। বলে, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রবল উত্তেজনা চলার মধ্যে ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘণ্টা দুয়েক পর ইউক্রেইনের বিমানটি বিধ্বস্ত হয়। যাত্রীদের অধিকাংশই ছিল ইরান ও কানাডার নাগরিক। বিমানটি মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি করা।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, গোয়েন্দা সূত্রের তথ্য জানা গেছে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে এটি ভুলবশত ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও কানাডার প্রধানমন্ত্রীর মতো একই কথা বলেন।