নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন : লঘুচাপ আরও শক্তিশালী হতে পারে
বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় ১ নম্বর গোল চত্ত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর আড়াইটার দিকে একটি বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি সড়কের এক পাশে নিয়ে যায়। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আরও পড়ুন : তফসিল পরিবর্তন সমর্থন করে না আ’লীগ
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
সান নিউজ/এমআর