ইন্টারন্যাশনাল ডেস্ক:
ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য! শিশু অপহরণ করতে সাইকেলে চেপে দুষ্টের মঞ্চে প্রবেশ। এরপরই সাইকেল ফেলে শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ব্যস্ত অপহরণকারী। তবে এই দৃশ্যের যে দুষ্টের মনি; তিনি মানুষ নন, বানর।
সম্প্রতি বানরের বিচিত্র বাঁদরামির এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বেঞ্চের উপরে বসে রয়েছে একটি শিশু। দূর থেকে সাইকেল চালিয়ে সেখানে হাজির হয় বানরটি। বেঞ্চের সামনে পৌঁছেই সাইকেল ফেলে দিয়ে শিশুটিকে ধাক্কা মারে সে। তারপর মাটিতে পড়ে যাওয়া শিশুটির পোশাক আঁকড়ে তাকে মাটির উপর দিয়ে দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকে।
ছোট্ট মেয়েটি হতভম্ব হয়ে যায় গোটা ঘটনায়। আশপাশের মানুষজনকে হইহই করে উঠতে দেখা যায়। শেষ পর্যন্ত কী ভেবে ‘কিডন্যাপ'-এর পরিকল্পনা ত্যাগ করে চম্পট দেয় বানরটি। মুক্তি পেয়ে শিশুটি দ্রুত ফিরে যায় যে বেঞ্চে সে বসেছিল সেখানে। আর স্বস্তির নিঃশ্বাস ফেলেন আশপাশের সকলে।
ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ৪০ লাখ বার। শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১৬ হাজার বার সেটি রিটুইট হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ছড়াতে শুরু করেছে ভিডিওটি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।