ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস লক্ষ্য আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া খেছে। গ্রিন জোন এলাকায় সরকারি ভবন এবং বিদেশি মিশনগুলো অবস্থিত।
ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার (০৫ জানুয়ারি) বাগদাদে ৬টি খাতুশা রকেট ছোড়া হয়েছে। এরমধ্যে ৩টি গ্রিন জোনে এবং বাকি ৩টি জাদরিয়া এলাকায় পড়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৬ জন ।
ইরানের কুদস ফোর্সের কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানিকে ইরাকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করার ঘণ্টাখানেক পর এ হামলা চালানো হয়।
এর আগে শনিবার (০৪ জানুয়ারি) বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশের মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছিল। গত দুই মাসে গ্রিন জোনে ১৪ বারের মতো হামলার ঘটনা ঘটলো।