মন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর ২২তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো সেতুর তিন হাজার ৩০০ মিটার।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে সেতুর ৫ ও ৬ নম্বর নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি। গত ১৪ জানুয়ারি বসে ২১তম স্প্যান। নয় দিনের মাথায় বসলো ২২তম স্প্যান।
সকাল মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনেস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে ৫ ও ৬ নম্বর দিকে রওনা হয় ভাসমান ক্রেন। সকাল পৌনে ৯টার দিকে পিলারের ওপরে স্প্যান বসানোর কাজ শুরু হয়। স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয় বেলা ১২টার দিকে।