নিজস্ব প্রতিবেদক:
বিশ্বে মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ রাখার সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোকাব্বির হোসেন জানান, রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া, আবুধাবি ৭ এপ্রিল, দুবাই ৯ এপ্রিল, সিঙ্গাপুরে ১১ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল এবং কলকাতা ও দিল্লি ১৫ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।
বর্তমানে শুধুমাত্র ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট চালু রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।