নিজস্ব প্রতিবেদক:
আমি নাকি মারা গেছি, অনেকেই ফোন দিয়ে বলছে! এমনটাই বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
সোমবার রাত ৯টার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনায় মারা গেছেন। মুহূর্তেই মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে সব জায়গায়।
মূলত, খবরটি ছিল পুরোপুরি গুজব।
সরাসরি ফোন দেয়া হয় ড. নজরুল ইসলামের মুঠোফোনে। কিছু বলার আগেই তিনি বলতে শুরু করেন, 'আমি নাকি মারা গেছি, অনেকেই ফোন দিয়ে বলছে। এটা কেমন রে ভাই। আমি কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত। তবে আজ সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট বেড়েছে। তাই এখন হাসপাতালে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। যেন দ্রুত সুস্থতা লাভ করি।'
সান নিউজ/ আরএইচ