বিনোদন

নোবেল না করায় কপাল খোলে সালমানের!

বিনোদন প্রতিবেদক:

শুধুমাত্র মডেলিং দিয়েই দেশব্যাপী জনপ্রিয়তার জাল ছড়িয়েছেন আদিল হোসেন নোবেল। নব্বই দশক থেকে শূন্য দশক মাতানো এই মডেল নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, অন্য হাজারো মডেলের কাছেও তিনিই মডেল। মডেলিং করেই নাটক সিনেমার তারকাদের মতোই ভক্তদের আইকন তিনি।

নব্বই দশকের শুরুর দিকে ‘লোনলি ডে, লোনলি নাইট’ শিরোনামের একটি বিজ্ঞাপনের মডেল হয়েই দর্শকদের সামনে আসেন তিনি। তবে তার করা প্রথম বিজ্ঞাপন ছিল কোমলপানীয় স্প্রাইটের। আফজাল হোসেনের নির্দেশনায় নির্মিত এ বিজ্ঞাপনটি প্রচার হয়নি। পরবর্তী সময়ে একই নির্দেশকের আজাদ বলপেনের বিজ্ঞাপন করে বেশ আলোচিত হন। এরপর বাকিটা ইতিহাস।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এ মডেল ও অভিনেতার ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রের প্রতি অনীহা ছিল। সাড়া জাগানো ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে অভিনয় করার অনুরোধ পেয়েছিলেন তিনি। কিন্তু করেননি। করলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। বলা যায় নোবেল না করাতেই সালমান শাহর ভাগ্য সুপ্রসন্ন হয়।

কেয়ামত থেকে কেয়ামত ছবি ছেড়ে দেয়ার প্রসঙ্গ টানলে নোবেল বলেন, আমি কখনও চাইনি চলচ্চিত্রে অভিনয় করব। মন-মানসিকতাও ছিল না। ভবিষ্যতেও চলচ্চিত্রে অভিনয় করব না। আমি আর ইমন (প্রয়াত সালমান শাহ) একসঙ্গেই মডেলিং শুরু করি। সে যখন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি করে হিট হয়ে যায়। তারপর একদিন আমাকে বলে, তুমি তো অভিনয় করলে না, না হয় আজ আমার জায়গায় তুমি থাকতে। আমি তাকে দুষ্টুমি করে বলেছিলাম, দোস্ত আমি অভিনয় করলে তো তুমি আজ এত জনপ্রিয় হতে পারতে না।”

সিনেমা, নাটক কিংবা মিউজিক ভিডিওর বাইরে মডেলিং জগতেও যে জনপ্রিয় জুটি গড়া যায় সেটার প্রমাণও দিয়েছেন নোবেল। জুটি বেঁধেছেন সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে। এছাড়া তানিয়া, সুইটি, তিশার সঙ্গেও সফল জুটি ছিল তার। মডেলিং জগতের বাইরে অভিনয়েও তিনি সুপরিচিত। তবে তা ছিল নির্মাতাদের অনুরোধে এবং এর সংখ্যা হাতেগোনা। ‘প্রাচীর পেরিয়ে’ ছিল তার অভিনীত প্রথম টিভি নাটক।

প্রথম নাটকের স্মৃতিচারণ করে নোবেল বলেন, ‘নাটকে অভিনয়ের ইচ্ছা ছিল না আমার। নির্মাতাদের অনুরোধে অভিনয় করি। তবে দুটি বিষয় অবশ্যই আমার মাথায় থাকে। প্রথমত ভালো গল্প হলে আর দ্বিতীয়ত চাকরির বাইরে হাতে সময় থাকলে।

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের প্রতিও যে নোবেলের ভালো লাগা এবং ভালোবাসা রয়েছে, তা অনেকের কাছে অজানা। ক্রিকেটের প্রতি আগ্রহের কথা জানতে চাইলে নোবেল বলেন, ‘আমি যখন চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ি তখন থেকেই ক্রিকেটের সঙ্গে সখ্য আমার। সে সময় স্কুল ক্রিকেট লিগ শুরু হয়। সেখানেই বন্ধুদের সঙ্গে ক্রিকেটে জড়িত হওয়া।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘ...

মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন...

রক্তদানের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা

মাহিদুল হোসেন সানি: রাজধানীর কামর...

কুষ্টিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠল শিশুরা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে (মে...

কিশোরগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ...

নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে প্রচারণা

নোয়াখালী প্রতিনিধি: “ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট ন...

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সামাই তৈরী 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ,...

সিরাজদীখানে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, আটক এক 

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদ...

ভেদরগঞ্জের গ্রাম আদালত সম্পর্কে মতবিনিময় সভা

শরীয়তপুর প্রতিনিধি: ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়ায় গ্রা...

কুষ্টিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠল শিশুরা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে (মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা