দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে প্রবেশ করে গত রোরবার (৫জানুয়ারী) মধ্যরাতে ছাত্রদের ওপর নির্যাতন চালিয়েছে একদল মুখোশধারী দুর্বৃত্তরা। ছাত্র সংসদের সভাপতিসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর মুখোশধারীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা করেছেন বলিউড-টলিউডের অনেক তারকা। এবার এ তালিকায় যুক্ত হলেন দীপিকা পাড়ুকোন।
মঙ্গলবার সকালে শুধু প্রতিবাদে টুইটারে মন্তব্য দিয়ে সরব ছিলেন দীপিকা। সন্ধ্যায় মৌখিক প্রতিবাদে আটকে থাকলেন না তিনি। শীতের সন্ধ্যায় সশরীরে হাজির হলেন জেএনইউ ক্যাম্পাসে। সেখানে ঐশী ঘোষসহ রোববারের ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখাও করেন দীপিকা। সেখানে হাজির জেএনইউর প্রাক্তন শিক্ষার্থী কানহাইয়া কুমারও। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই জেএনইউ–কাণ্ড নিয়ে সরব হয়েছেন, কিন্তু একেবারে জেএনইউতে পৌঁছে গিয়ে দীপিকা চমকেই দিলেন। সেই সঙ্গে বলিউড যে প্রয়োজনে কতটা মুখর হতে পারে, তাও যেন বুঝিয়ে দিলেন এ অভিনেত্রী।
জেএনইউ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিডিয়াকে তিনি বলেন, ’আমরা ভয় না পেয়ে নিজেদের মতামত প্রকাশ করছি,প্রতিবাদ জানাতে এগিয়ে আসছি। তাই প্রতিবাদকারীদের জন্য গর্ববোধ করছি। আমাদের এই প্রতিবাদ দৃষ্টান্ত হয়েই থাকবে’।
বেতন বৃদ্ধিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন থামাতেই মৌলবাদী সংগঠন এবিভিপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।