সাতক্ষীরা প্রতিনিধি:
করোনা সংক্রমণ রোধে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসাইন। এলাকার বিভিন্ন হাট-বাজারে গিয়ে নেচে-গেয়ে মানুষকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এলাকার বাসিন্দা পারভেজ বলেন, 'এটা ভালো এবং ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণ মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে এটি।"
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসাইন জানান, "করোনা ভাইরাস থেকে বাঁচার একটাই উপায় তা হচ্ছে সচেতন হওয়া। শুধুমাত্র কঠোরতা দিয়ে মানুষকে ঘরে ফেরানো সম্ভব নয়। মানুষকে উদ্বুদ্ধ করে ঘরে ফেরাতে তাই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।"
বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। তবে ভারতের পশ্চিমবঙ্গে পুলিশকে গান গেয়ে মানুষকে সচেতন করতে দেখা গেছে।