জাতীয়

নিয়ন্ত্রণে রূপনগরের আগুন, পুড়লো দুই শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান ১১ মার্চ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকাল নয়টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস অফিস।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কয়েক'শ ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অনেকেই বলছে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।

আগুনে কয়েক হাজার মানুষ ঘর হারিয়েছেন। যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে পাশের রাস্তায় আশ্রয় নিয়েছেন। বস্তিতে অন্তত পাঁচ হাজার ঘর ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এর সঠিক সংখ্যা কেউ বলতে পারেননি।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর বস্তির বাসিন্দারা যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।

বস্তিবাসী সুজন বলেন, ৩২ নম্বর রোডের দিকে প্রথমে আগুন লাছে। কিছুক্ষণের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। কিছু নিয়ে আসতে পারিনি। সব পুড়ে শেষ।

আগুনে ক্ষতিগ্রস্ত আরেক জন হালিমা খাতুন। তিনি বলেন, মাঝামাঝি জায়গায় প্রথমে আগুন লাগে। ঘরে যা পেয়েছি তা নিয়ে বের হয়েছি। কিন্তু সব আনতে পারিনি। কোনো রকমে দু’একটা জিনিষ ও নিজের জান নিয়ে আসতে পেরেছি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আগুন নিভাতে কাজ করে । আগুন লাগার পর বিভিন্ন আসবাব দিয়ে রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঢুকতে একটু সমস্যা হয়। আশপাশে প্রচুর পানি সংকট, বিভিন্ন ভবনের রিজার্ভ থেকে পানি নিয়ে আমরা কাজ করেছি। কোনও হতাহতের সংবাদ পাইনি। এখন ডাম্পিং চলছে। পুরোপুরি নির্বাপনের পর আমরা সার্চ করে দেখব হতাহত কেউ আছেন কিনা। আগুনে বস্তির প্রায় ৫০ শতাংশ ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘ...

মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন...

রক্তদানের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা

মাহিদুল হোসেন সানি: রাজধানীর কামর...

শহীদ মিনারে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: ২১ শে ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের শ্রদ্...

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

৬০২ ফিলিস্তিনি মুক্তি আজ

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় আজ আর...

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন...

রাতে বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , সারা...

চরমপন্থি দলের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা