মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি কিছু কথা লিখে যান।
সোলাইমানি বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ফ্লাইটযোগে বাগদাদে যাওয়ার আগে আধ্যাত্মিক কথাগুলি লিখে যান। আবাসিক কক্ষে তিনি কাগজটি রেখে যান। যেখানে তার একটি প্রার্থনা লেখা ছিল।
জেনারেল সোলাইমানির কথাগুলো নিচে তুলে ধরা হলো-
‘‘হে আল্লাহ! আমাকে একা ছেড়ো না
হে আল্লাহ! আমাকে গ্রহণ করো
হে আল্লাহ! আমি তোমার সাথে সাক্ষাৎ পছন্দ করি
সেই একই সাক্ষাৎ যা নবী মূসাকে (আঃ) দাঁড়াতে ও শ্বাস নিতে অক্ষম করেছিল
হে আল্লাহ! আমাকে গ্রহণ করো
সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর প্রতি যিনি বিশ্বজগতের প্রভু
হে আল্লাহ! আমাকে বিশুদ্ধরূপে গ্রহণ করো।’’
সূত্র: মেহের নিউজ এজেন্সি।