নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ১৯ মার্চ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য বলে জানান তিনি। সবমিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল।
আক্রান্ত নারীর বয়স ২২ বছর, দুই পুরুষের একজন ৩২ ও অপরজনের বয়স ৬৫ বছর। ইতালিফেরত এক আত্মীয়ের মাধ্যমে তারা তিন জন আক্রান্ত হয়েছেন বলে জানান মহাপরিচালক আবুল কালাম আজাদ। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
হোম কোয়ারেন্টাইনে যারা থাকবেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।
তিনি বলেন, ইতালি, ইরান ও স্পেনে আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে যাচ্ছে। ইউরোপ এখনও দুর্যোগপূর্ণ এলাকা।
দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে বেশ কটি মন্ত্রণালয় নিয়ে ব্রিফ করেছি। যারা সতর্কতা মেনে চলছে না। তাদের বিরুদ্ধে কঠোরতা নেয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেসেজ (বার্তা) দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। কোয়ারেন্টাইনের নিয়ম না মানলে ব্যবস্থা নেবে আইনশৃংখলা বাহিনী। সতর্কতার পত্র পাঠানো হয়েছে।
এসময় চিকিৎসক-নার্সদের উদ্দেশে তিনি বলেন, কিৎসক ভাইবোনদের অনুরোধ করব-এটা জাতীয় দুর্যোগ। ৯ লাখ নিরাপত্তা পোশাক সরবরাহ করছি। জাতির স্বার্থে মানবতার স্বার্থে সেবা কাজ থেকে বিরত থাকবেন না। সেবা দেবেন। চিকিৎসক-নার্সদের সুরক্ষার ব্যবস্থা নিয়েছে অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা আজকের তিনজনসহ ১৭ জন। আইসোলেশনে আছেন ১৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪২ জন।
সান নিউজ/সালি