আহমেদ রাজু
পুরুষতান্ত্রিক ধারনায় নারী এক বৃত্তেবন্দি প্রাণি। মেধাহীন সংকীর্ণদৃষ্টির মানুষ। ঘর-গেরস্থালি ও সন্তান জন্মদানেই তাদের স্বার্থকতা। নারীও এভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন জন্মান্তর।
ভার্জিনিয়া উলফ বলেছিলেন, নারী ইতিহাসের অজানা চরিত্র। নারীকে পুরুষ কখনো জানার চেষ্টা করেন নি। নারীও নিজেকে বুঝতে চান নি। আত্মপরিচয় আবিষ্কারের চেষ্টা করেন নি। কিন্তু সুযোগ পেলে নারীও অবদান রাখতে পারেন। ইতিহাসে এমন অনেক নারীর দেখা মেলে।
দেড়দুইশ বছরে বেড়াজাল ভেঙে অনেক নারী বিপ্লব ঘটিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, তারা কম নন পুরুষের চেয়ে। সমাজের ধ্যানধারনা বদলে দিয়েছেন। তাদের বলা হচ্ছে-পৃথিবী বদলে দেয়া নারী। এমন নারীদের নিয়েই এই ধারাবাহিক।
ছবিতে যে স্মার্ট সাত তরুণীকে দেখছেন, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এখন থেকে ৭০ বছর আগে অর্থাৎ, ১৯৫০ সালে তাঁরা পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শাড়ি পরতেন। এই ট্রেন্ড স্বাধীনতা পরবর্তীকালেও অব্যাহত ছিলো। কিন্তু এখন আর সেই দিন নেই!
কৃতজ্ঞতা—ডাকসু সংগ্রহশালা
সান নিউজ/এম-১