ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
সকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সে সময় তারা অভিযোগ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই সরস্বতী পূজার দিন নির্বাচন করতে চায় সরকার। যা রক্ষায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে তারা। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য। সে সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, সারা দেশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এ নির্বাচনের তারিখ পরিবর্তনের যে দাবি জানিয়েছে যার সাথে একাত্মতা প্রকাশ করে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য।
রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীদের একটি অংশ।