স্পোর্টস ডেস্ক:
গেল ২৯ মার্চ থেকে শুরু হবার কথা ছিল বিশ্বের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে তা নির্ধারিত সময় শুরু হতে পারেনি।
তাই অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এদিকে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনাইভাইরাসের কারনে এ আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা।
তবে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সঠিক সময়েই হবে। যদি বিশ্বকাপ ঐ সময় না হয়, তবে হবে আইপিএল।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরো বলেন, এই মূর্হুতে পরিস্থিতি কঠিন। সবকিছুই লকডাউন। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দিবে না। হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।
সান নিউজ/সালি