খেলা

টটেনহামকে হারিয়ে লিভারপুলের জয়ের রেকর্ড

সান নিউজ ডেস্ক:

টটেনহামকে হারিয়ে জয়ের রেকর্ড গড়েছে লিভারপুল। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৬১ পয়েন্ট পেয়ে নতুন রেকর্ড গড়ে ফেলেছে পয়েন্ট টেবিলে একক আধিপত্য বিস্তার করা দলটি।

শনিবার রাতে টটেনহামের মাঠে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোর গোলে ১-০ ব্যবধানে জিতেছে অল রেডরা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি থেকে তারা ১৬ পয়েন্ট এগিয়ে। ৩০ বছর পর তাই শিরোপা জয়ের সুবাস পাচ্ছে রেডরা।

প্রিমিয়ার লিগে ২১ ম্যাচ পর এর আগে কোনো দলই ৬১ পয়েন্ট যোগাড় করতে পারেনি। এই অবস্থানে স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান অথবা ফ্রেঞ্চ কোনো লিগেই এই রেকর্ড নেই। দুই বছর আগে ম্যানচেস্টার সিটি ২১ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট পেয়েছিল। এবার সেই রেকর্ড ভাঙলো। টটেনহামের মাঠে বলের দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল লিভারপুল। শেষদিকে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল টটেনহাম, তবে কাজের কাজ হয়নি। গোলের দেখা পায়নি হোসে মরিনহোর দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। কিন্তু ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের শট পোস্টে আটকে যায়। ২২ মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক পাওলো।

তবে ৩৭ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় লিভারপুল। মোহাম্মদ সালাহর পাস ডি-বক্সের মধ্যে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

প্রথমার্ধে কুলিয়ে উঠতে না পারলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল টটেনহাম। ৭৫ মিনিটে বল বাগে পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মেরে দেন সন হিয়ুং-মিন। যোগ করা সময়ে সনের আরেকটি প্রচেষ্টা রুখে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। শেষতক আর গোলের দেখা পায়নি টটেনহাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্ণোগ্রাফি চক্রের ফাঁদে প্রবাসীর স্ত্রী

কামরুল সিকদার, ফরিদপুর প্রতিনিধি:...

লৌহজংয়ে পানির নিচে ৬ হাজার হেক্টর কৃষি জমি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহের...

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় দাবীতে মানববন্ধন

মো. কুদরাত খুদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি:...

বাচসাস পরিবার দিবসে অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা

সাজু আহমেদ: অন্যরকম একটি দিন অতিব...

পর্ণোগ্রাফি চক্রের ফাঁদে প্রবাসীর স্ত্রী

কামরুল সিকদার, ফরিদপুর প্রতিনিধি:...

সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রসা শিক্ষক 

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি:

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় দাবীতে মানববন্ধন

মো. কুদরাত খুদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি:...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা