নিজস্ব প্রতিবেদক:
চলে গেলেন বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরেণ্য এই ব্যক্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তাঁর ভাতিজা অধ্যাপক মুনতাসীর মামুন। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছিলেন একজন শিক্ষক, গবেষক, রাজনৈতিক ও সর্বোপরি সাংস্কৃতিক আন্দোলনের একনিষ্ঠ নিবেদিতপ্রাণ কর্মী।
আজ বিকেল ৪টায় তাঁর মরদেহ নিয়ে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। সেখানে গুলবাহার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
১৯৩৬ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর। কর্মজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, কলকাতার মুজফফর আহমদ স্মৃতি পুরস্কার এবং জাহানারা ইমাম স্মৃতি পদকসহ অসংখ্য পদক ও পুরস্কার পেয়েছেন। শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর।