স্বাস্থ্য

কেবল করোনা রোগীর চিকিৎসা হবে কুর্মিটোলায়

সান নিউজ ডেস্ক:

আগে সমন্বিত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হলেও এখন থেকে শুধুমাত্র বিশেষায়িত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

সে লক্ষ্যে রবিবার (২৯ মার্চ) থেকে নতুন করে আর সাধারণ কোনো রোগীকে ভর্তি করা হচ্ছে না।

এর ফলে বন্ধ হয়ে গেছে গাইনি, ইএনটি, সার্জারিসহ বিভিন্ন বিভাগের অপারেশন কার্যক্রম। বন্ধ হয়ে গেছে জরুরি এবং বহির্বিভাগও। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত কিডনি ডায়ালাইসিসের রোগী।

জানা গেছে, এতদিন এই হাসপাতালে শুধুমাত্র করোনাভাইরাস সন্দেহজনক রোগীদেরকে ভর্তি করে আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছিল। টেস্ট করে যাদের করোনা পজিটিভ পাওয়া যেত তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হতো। কিন্তু এবার স্বাস্থ্য অধিদফতর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে- এখন থেকে এখানেই করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা দিতে হবে। ফলে আজ থেকেই সাধারণ চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়।

করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করায় আগামী দিন থেকে কিডনি ডায়ালাইসিস করা হবে না- এ মর্মে নোটিশ দিয়েছেন কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে সকালে রোগীরা হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমেদ বলেন, আমরা এখনো সুনির্দিষ্টভাবে বলছি না ঠিক কবে থেকে হোমোডায়ালাইসিস বন্ধ হবে। তবে করোনার ক্ষেত্রে এসব রোগীরা খুবই ঝুঁকিপূর্ণ। করোনাভাইরাসে আক্রান্তদের এখানে রাখলে হোমোডায়ালাইসিস চালু রাখা ঠিক হবে না। তাই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেই ওই ইউনিটটি বন্ধ রাখা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালম আজাদ বলেন, বৈশ্বিক পরিস্থিতি দিন দিন পরিবর্তন হচ্ছে। করোনাভাইরাস নিয়ে আমরা আতঙ্কিত নই। তবে ভবিষ্যতের প্রস্তুতির জন্যই কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে পুরোপুরি রেডি করা হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লৌহজংয়ে পানির নিচে ৬ হাজার হেক্টর কৃষি জমি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহের...

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: সারাদেশে তীব্...

উপসচিব পদোন্নতিতে আগের কোটা বহালের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নে...

আজ যিশু খ্রিষ্টের জন্ম দিন

নিজস্ব প্রতিবেদক: আজ (বুধবার) খ্র...

বিমানবন্দরে সোনাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা...

দেশে ফিরলেন মাওলানা আজহারী

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া থেকে...

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সচিবাল...

ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ব...

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার লেহেঙ্গা

বিনোদন ডেস্ক: এ বছরের পুরোটা সময়ই আলোচনায় ছিলেন বি-টাউনের রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা